উত্তরদিনাজপুর

ফুটবল খেলার প্রতি গ্রামের মানুষের উৎসাহ বাড়াতে আন্তর্জাতিক মানের নৈশ্য ফুটবল প্রতিযোগিতা

গ্রামের মানুষদের ফুটবল খেলার দিকে উৎসাহ বাড়াতে   কলকাতার  গণ্ডি পেরিয়ে গত ১৬ তারিখ থেকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে শুরু হয়েছিল ৭ দিন ব্যপী নৈশ্য কালীন আন্তরজাতীক মানের ফুটবল চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগীতা  । ইসলামপুর  মহকুমা ক্রীয়া পরিষদের আয়োজিত ইসলামপুর হাইস্কুল ময়দানে আলহার ইমাজুদ্দিন মেমোরিয়াল চ্যাম্পিয়ান ট্রফি ও জীতেন্দ্র নন্দী মেমোরিয়াল রানার্স আপ ট্রফি নৈশ্য ফুটবল খেলার রবিবার রাতে ছিল চুরান্ত খেলা। এদিনের চুরান্ত খেলায়  অংশ গ্রহন করে ইউনাইটেড ক্লাব কলকাতা ও  কাঞ্চন জঙ্গা  এফ সি শিলিগুড়ি । এদিনের খেলায় উপস্থিত  ছিলেন  রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী, রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলীম, ইটাহারের বিধায়ক অমল আচার্য ,মহকুমা ক্রীয়া সংস্থ্যার সম্পাদক শঙ্কর পাল, ভারতীয় ফুটবল দলের  প্রাক্তন অধিনায়ক রহিম নবি সহ আরো অনেকে। এদিন খেলা শুরু হবার আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথা অনুসারে ভারতের জাতীয় সংগীতের মধ্য দিয়ে খেলা শুরু হয় । হাড্ডা হাড্ডি খেলা চলে দুই পক্ষের মধ্যে । খেলা দেখতে সাধারন মানুষের ভীর উপচে পড়ে খেলা প্রাঙ্গনে।  শেষ মেষ ইউনাইটেড ক্লাব কলকাতা ১ /০ গোলে কাঞ্চন জঙ্গা  এফ সি শিলিগুড়িকে পরাজিত করে চাম্পিয়ান হয় ।  জয়ী দলের হাতে ১ লক্ষ টাকার চেক সহ একটি ট্রফি তুলে দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী , এবং পরাজিত দলের হাতে ৫০ হাজার টাকা সহ একটি ট্রফি প্রদান করা হয় । এছাড়াও আরো বেশ কয়েকটি পুরুস্কার প্রদান করা হয় এদিন এই খেলা প্রাঙ্গনে।